কাশ্মীরি পোলাও রান্নার বাংলা রেসিপি | Kashmiri Pulao Bangla Recipe

কাশ্মীরি পোলাও
ইন্ডিয়ান কাশ্মীরি পোলাওয়ের সহজ রেসিপি


কাশ্মীরি পোলাও ??

কাশ্মীরি পোলাও অনেক মজাদার একটি খাবার  ও এটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা তৈরি করা হয় অনেক ধরনের ফল ও জাফরান আর বাদাম দিয়ে। এই সুস্বাদু খাবারটির রেসিপি আমরা অনেকই জানিনা আর জানলেও রান্না করতে সাহস পাইনা যদি কোন কিছু কম হয়।এ খাবারটি একটু মিষ্টি টাইপের হয়ে থাকে। আজ এই রিসিপিটি অনুসরণ করে  আপনারা খুব তাড়াতাড়ি ঘরে বানাতে পারবেন কাশ্মীরি পোলাও কোন ঝামেলা ছাড়। আসুন শুরু করি... 


      কাশ্মীরি পোলাও বানানোর উপকরন :

      • ১। বাসমতী রাইস - ৫০০ গ্রাম
      • ২। পানি - পরিমান মতো
      • ৩। পেঁয়াজ কুচি - ১ চামচ 
      • ৪। রসুন কুচি - ১ চামচ
      • ৫। লবন পরিমাণ মতো
      • ৬। তরল দুধ - ১ কাপ
      • ৭। দারু চিনি - ২ টুকরো
      • ৮।  লবঙ্গ ৩ টা 
      • ৯। এলাচ ৩ টা
      • ১০। স্টার আনিস ১  টা (মৌরি তারা) 
      • ১১। আনারস কুচি -  ১/২ কাপ
      • ১২। চেরি ফল - ৫ টা
      • ১৩। আঙ্গুর-  ৬ টা।
      • ১৪। আপেল কুচি - ১/২ কাপ
      • ১৫। বেদানা - ১/২ কাপ
      • ১৬। কাজু বাদাম - ১০ টি
      • ১৭।  কাঠ বাদাম ১০ টি
      • ১৮। কিসমিস ১২ টি
      • ১৯। জাফরান - ১ চিমটি 
      • ২০। ঘি - ২ টেবিল চামচ
      • ২১। তেল - ১ টেবিল চামচ
      • ২২। ভাজা পেঁয়াজ - আদা কাপ
      • ২৩। জিরা গুড়া - ১/২ চামচ এর কম
      • ২৪। চিনি - ১ চামচ

      কাশ্মীরি পোলাও প্রস্তুুত প্রণালি :  

      প্রথমে একটা পট বা কড়াই নিন এবং এতে পানি ফটিয়ে নিন এরপর পানির মধ্যে দারচিনি, এলাচ,লবঙ্গ,ও স্টার আনিস দিয়ে দিন সাথে হালকা তেল দিয়ে দিন। এরপর পানির তে চাউল গুলো দিয়ে দিন এবং সিদ্ধ করে নিন ঠিক মতো করে। সিদ্ধ হয়ে গেলে চাউলগুলো থেকে পানি ছেকে নিন ও আলাদা করে নিন।
      এরপর অন্য একটা প্যান নিন এবং এতে ঘি দিয়ে দিন এরপর রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিন এবং হালকা বাদামী কালার হয়ে আসলেই এতে দুধ গুলো দিয়ে দিন এরপর পরিমান মতো লবন ও চিনি দিয়ে দিন।এখন সিদ্ধ করা চাউল গুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিন এবং এখন আনারস,চেরি,আপেল কাজুবাদাম, কাটবাদাম,কিসমিস,জাফরান, ও পেঁয়াজ ভাজা দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিন  আর ৫ মিনিট এটাকে ঢেকে রাখলেই খাওয়ার প্রস্তুুত হয়ে  যাবে মজাদার কাশ্মীরি পোলাও। পরিবেশনের জন্য এখন এটা একটা প্লেট নিয়ে নিন এতে পোলাও সুন্দর করে সাজিয়ে এর উপর বেদানা ছিটিয়ে দিন এবং এটা পরিবেশন করুন।

      কাশ্মীরি পোলাও এর পুষ্টির পরিমান :

      • ক্যালোরি ২৯৪  গ্রাম
      • ফ্যাট ৯.৭ গ্রাম 
      • প্রোটিন ৫.৬ গ্রাম 
      Energy 294 cal 15%
      Protein 5.6 g 10%
      Carbohydrates 45.8 g 15%
      Fiber 2.4 g 10%
      Fat 9.7 g 15%
      Cholesterol 0.4 mg 0%
      VITAMINS
      Vitamin A 103.4 mcg 2%
      Vitamin B1 (Thiamine) 0.1 mg 10%
      Vitamin B2 (Riboflavin) 0.1 mg 9%
      Vitamin B3 (Niacin) 1.3 mg 11%
      Vitamin C 1.9 mg 5%
      Vitamin E 1.1 mg 7%
      Folic Acid (Vitamin B9) 10 mcg 5%
      MINERALS
      Calcium 28.5 mg 5%
      Iron 1 mg 5%
      Magnesium 79.8 mg 23%
      Phosphorus 132.7 mg 22%
      Sodium 4.6 mg 0%
      Potassium 149.7 mg 3%
      Zinc 1.1 mg 11%

      একজন মানুষের  আদর্শ ওজন সঠিক রাখতে দিনে ২০০০ ক্যালোরি পর্যন্ত গ্রহণ করতে পারে।আপনার ক্যালরির প্রয়োজন অনুসারে আপনার দৈনিক ক্যালরির পরিমান টুকু বেশি বা কম হতে পারে। এটা কে DV বা ডেইলি ভ্যালু বলা হয়। 

      পোলাও

      ইন্ডিয়ান কাশ্মীরি পোলাও


      ইন্ডিয়ান কাশ্মীরি পোলাও


      Post a Comment

      Previous Post Next Post