রাজভোগ মিষ্টি রেসিপি | Rajvog Misti। Sweets Recipe Bangladeshi Style

রাজভোগ

রাজভোগ মিষ্টি রেসিপি

মিষ্টির দোকানের সামনে দিয়ে চলাচলের সময় নজর মিষ্টির দিকে চলেই যায় আমাদের বাঙালীদের। কারণ আমরা একটু মিষ্টি পাগল জাতি। খাবার শেষে একটু মিষ্টি না খেলে আমাদের অনেকেরই খাওয়া পূর্ণ হয় না। কিন্তু দোকানের মিষ্টি আর কতোই বা ঘরে রাখা যায় বলুন? ঘরেই দোকানের মতো মজাদার মিষ্টি বানিয়ে নিলেই চলে। আর তাই আজকে আপনাদের জন্য রইল জনপ্রিয় ও সুস্বাদু মিষ্টি ‘রাজভোগ’ এর সহজ রেসিপি।

ছানা তৈরির উপকরণ:

  • দুধ ১ কেজি (ছানা তৈরির জন্য)
  • ভিনেগার ১/২ কাপ
  • পানি ১/২ কাপ

ছানা তৈরি পদ্ধতি:

পানি ও ভিনেগার একসাথে মিশিয়ে আলাদা করে রাখুন

দুধ চুলায় জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিয়ে এতে ভিনেগার মেলানো পানি দিয়ে দিন।

ছানা হয়ে গেলে তা ছেঁকে পানি ঝরতে রেখে দিন।

মাওয়া তৈরির উপকরন:

  1. গুঁড়ো দুধ ১/২ কাপ
  2. মিহি চিনি ২ টেবিল চামচ
  3. ঘি ১ টেবিল চামচ
  4. গোলাপ জল ১ চা চামচ

মাওয়া তৈরি পদ্ধতি:

একটি পাত্রে সবকটি উপকরন মিশিয়ে নিন।

এবার একটি চালনি দিয়ে বড় বড় করে দানা তৈরি করে চেলে মাওয়া তৈরি করুন।

পুরের তৈরির উপকরণ:

  1. মাওয়া ৩ টেবিল চামচ 
  2. এলাচ গুড়া ১/২ চা চামচ
  3. সামান্য গোলাপজল

শিরা তৈরি:

  1. চিনি ৪ কাপ
  2. পানি ৪ কাপ
  3. সামান্য জাফরান

শিরা তৈরি পদ্ধতি:

একটি প্যানে চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা শিরা তৈরি করে নিতে হবে

এবার শিরা একটি পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে আবার চুলায় দিয়ে জাফরান দিন। শিরা পাতলাই থাকবে।

রাজভোগ মিষ্টি তৈরি পদ্ধতি:

উপকরণ

  1. ছানা ১ কাপ
  2. ময়দা ১ চা চামচ
  3. সুজি ১ চা চামচ

যেভাবে বানাবেন রাজভোগ মিষ্টি:

প্রথমে খুব ভালো করে ছানা মেখে নিয়ে এতে ময়দা ও সুজি দিয়ে আবার মথে নিন।

ছানার মিশ্রণ ১২/১৪ টি সমান ভাগে ভাগ করে নিয়ে হাতে গোল বলের মতো তৈরি করে ভেতরে মাওয়ার পুর দিয়ে দিন। লক্ষ্য রাখবেন পুর যেন ভেতর থেকে বের না হয়ে যায়।

এরপর পাতলা চিনির শিরা জ্বাল দেয়া অবস্থায় এতে ছানার বলগুলো দিয়ে দিন।

এরপর ছানার বল দিয়ে বেশি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিতে থাকুন।

আবার ওপর থেকে এক কাপ গরম পানি হালকা করে ছেড়ে দিয়ে আবারও ৫ মিনিট ছানার বল ও শিরা জ্বাল দিতে থাকুন।

ছানার বলগুলো ফুলে প্রায় দ্বিগুণ হলে বুঝবেন আপনার রাজভোগ তৈরি। এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিন। হয়ে গেছে রাজভোগ মিষ্টি।

ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার মিষ্টি ‘রাজভোগ’।

এর পুষ্টির পরিমান :

  • ক্যালোরি  
  • ফ্যাট  
  • প্রোটিন  

 একজন মানুষের  আদর্শ ওজন সঠিক রাখতে দিনে ২০০০ ক্যালোরি পর্যন্ত গ্রহণ করতে পারে।আপনার ক্যালরির প্রয়োজন অনুসারে আপনার দৈনিক ক্যালরির পরিমান টুকু বেশি বা কম হতে পারে। এটা কে DV বা ডেইলি ভ্যালু বলা হয়। 

Post a Comment

Previous Post Next Post